বিশিষ্ট ব্যবসায়ী জনাব দীন মোহাম্মাদ সাহেবের বড়ো মেয়ে মনোআরা আক্তার 
(দিলারা) বয়স আনুমানিক (২৭) গত ১৭ ফেব্রুয়ারি তার ছোট ভাই রুবেলের সাথে 
অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে  আসেননি। বাসা থেকে বের হয়ে যাবার পর
 থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া জাচ্ছে। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও  তাঁকে 
পাওয়া যাচ্ছে না। তাঁর গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক  
পাঁচ ফুট। বাসা থেকে বের হয়ে যাবার দিন তাঁর পরনে ছিল কালো রঙের সালোয়ার 
কামিজ। এ  ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা  হয়েছে। কোনো 
হূদয়বান ব্যক্তি যদি মনোআরা আক্তার দিলারার সন্ধান পান তাহলে পার্শ্ববর্তী 
থানায়  যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।
 
