শখ এখন তাঁর প্রথম চলচ্চিত্র তোমাকে ছাড়া বাঁচবো নার শুটিং করছেন ব্যাংককে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে শখ বলেন, ‘প্রথম ছবিতেই কাজের ভালো সুযোগ পেয়েছি। দর্শকদের একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য সবাই অনেক পরিশ্রম করছি। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে পরিচালকসহ সবাই বেশ খুশি।’
ছবিটি পরিচালনা করছেন এম বি মানিক।
থাইল্যান্ডে ব্যাংককের বিভিন্ন লোকেশনে এখন তোমাকে ছাড়া বাঁচবো নার শুটিং হচ্ছে। ছবির অন্য দুই শিল্পী শাকিব খান ও নিরব। তাঁরাও আছেন সেখানে।
শখ জানান, এ মাসেই তাঁর নতুন দুটি ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। একটি রেদওয়ান রনির এফএনএফ এবং অপরটি ইফতেখার আহমেদ ফাহমির ফিফটি ফিফটি।