মেঘে মেঘে বেলা তো অনেক হলো। এবার থিতু হওয়ার তাগিদ অনুভব করছেন অভিনেত্রী রানী মুখার্জি। মুখার্জি পরিবারও চাইছে মেয়েটা বিয়ের পিঁড়িতে বসুক। শোনা যাচ্ছে, এবার নাকি বাধ্য মেয়ের মতো সেই কাজটিই করতে যাচ্ছেন তিনি। শিগগির বিয়ে করতে যাচ্ছেন একসময়ের বলিউড-রানি। তবে পাত্র কে, সে খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কেউ এ ব্যাপারে মুখ খোলেনি। শুধু এটুকু জানা গেছে, আসছে অক্টোবরে দুর্গাপূজার পর বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। অর্থাৎ আগামী নভেম্বর নাগাদ সাত পাকে বাঁধা পড়ছেন রানী।
নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বহুদিন ধরে তাঁর মন দেওয়া-নেওয়া চলছে। সম্ভাব্য পাত্র হিসেবে তাঁর নামটিই শোনা যাচ্ছে। ইতিপূর্বে এমন কথাও শোনা গেছে, রানীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আদিত্য চোপড়া স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। সুত্র: ওয়েবসাইট।
শাকিরার বিরুদ্ধে অভিযোগ
সম্প্রতি কলাম্বিয়ান পপ তারকা শাকিরার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে ইউটিউবে। ভিডিওটিতে তাকে দেখা গেছে হেলমেটবিহীন অবস্থায় মোটর সাইকেলে চড়ে ঘুরতে এবং রাস্তায় ফোয়ারার পানিতে নৃত্য প্রদর্শন করতে। উত্তেজক নৃত্যভঙ্গি এবং বিকিনি সদৃশ সাজ-সজ্জার কারণে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও বিশৃঙ্খলা সৃষ্টি ডিজি রাসক্যালের সঙ্গে শাকিরার একটি ডুয়েট গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় আইন ভাঙ্গা হয়েছে বলে অভিযোগ করেছে স্পেনের বার্সেলোনা নগর কর্তৃপক্ষ। শাকিরার বিশৃঙ্খল আচরণের জন্য তাকে জরিমানা করার কথাও ভাবছে তারা। কোনো রকমের অনুমতি ছাড়াই নাকি শাকিরা বার্সিলোনার বিভিন্ন স্থানে এমনকি ঐতিহাসিক প্লা ডি পালাউ এ তার এই মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। শাকিরা আরও কোনো আইন ভঙ্গের কাজ করেছেন কি-না সেটি খতিয়ে দেখার জন্য ইউটিউবে প্রকাশিত সেই ভিডিও ফুটেজ দেখে এখন তদন্ত করা হবে।
ক্যাটরিনার এক্সিটে সোনম ইন!
শিডিউল জটিলতা আর ব্যক্তিগত কারণ দেখিয়ে হলিউডি ছবি �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক থেকে পিছু হটেছিলেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার শূন্যস্থানটি পূরণ করতে বেশি সময় নেননি ছবিটির দুই পরিচালক আব্বাস-মাস্তান। ক্যাটরিনার বিকল্প হিসেবে তারা খুঁজে নিয়েছেন হালের বলিউডি হার্টথ্রব সোনম কাপুরকে। খবর মিড-ডেডটকমের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক ছবিটিতে ক্যাটরিনার অভিনয়ের কথা থাকলেও, তিনি হঠাৎ করেই তা বাতিল করে দেন। তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিডিউল জটিলতার সমাধান আর নতুন নায়িকা খুঁজে নিতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না এমন কথাও জানিয়েছিলেন আব্বাস-মাস্তান। ক্যাটরিনার পরিবর্তে সোনম কাপুরকে নিয়ে তারই সত্যতা প্রমাণ করলেন এই পরিচালক জুটি।
জানা গেছে, এর আগে �রেস� ছবিতে আব্বাস-মাস্তানের সঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সেবার ক্যাটরিনার অভিনয় প্রতিভায় মুগ্ধ আব্বাস-মাস্তান তাদের নতুন প্রজেক্ট �দ্যা ইটালিয়ান জব�-এর বলিউডি রিমেকে ক্যাট অভিনয় করবেন এমনটাই আশা করছিলেন।
উল্লেখ্য, মূল ছবিতে ওই চরিত্রে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। ছবিটির বলিউডি রিমেক নিয়ে আইনি জটিলতা এড়াতে হলিউড ফ্লিক এর সঙ্গে চুক্তি করার কাজটিও সেরে নিয়েছিলেন এই দুই পরিচালক। তবে ক্যাটরিনার পিছু হটায় ছবিটির কাজ আটকে যাবে- সমালোচকদের এমন মন্তব্যকে মিথ্যে প্রমাণ করে দিলেন তারা ক্যাটরিনার চরিত্রে সোনমকে নিয়ে।
উল্লেখ্য, ছবিটিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অভিষেকের বিপরীতে এটিই সোনমের প্রথম ছবি নয়। এর আগেও �দিল্লী-সিক্স ছবিটিতেও জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। সোনম ও অভিষেক ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন নেইল নীতিন মুকেশ এবং অভয় দেওলের মতো তারকারা।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক ছবিটিতে ক্যাটরিনার অভিনয়ের কথা থাকলেও, তিনি হঠাৎ করেই তা বাতিল করে দেন। তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিডিউল জটিলতার সমাধান আর নতুন নায়িকা খুঁজে নিতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না এমন কথাও জানিয়েছিলেন আব্বাস-মাস্তান। ক্যাটরিনার পরিবর্তে সোনম কাপুরকে নিয়ে তারই সত্যতা প্রমাণ করলেন এই পরিচালক জুটি।
জানা গেছে, এর আগে �রেস� ছবিতে আব্বাস-মাস্তানের সঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সেবার ক্যাটরিনার অভিনয় প্রতিভায় মুগ্ধ আব্বাস-মাস্তান তাদের নতুন প্রজেক্ট �দ্যা ইটালিয়ান জব�-এর বলিউডি রিমেকে ক্যাট অভিনয় করবেন এমনটাই আশা করছিলেন।
উল্লেখ্য, মূল ছবিতে ওই চরিত্রে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। ছবিটির বলিউডি রিমেক নিয়ে আইনি জটিলতা এড়াতে হলিউড ফ্লিক এর সঙ্গে চুক্তি করার কাজটিও সেরে নিয়েছিলেন এই দুই পরিচালক। তবে ক্যাটরিনার পিছু হটায় ছবিটির কাজ আটকে যাবে- সমালোচকদের এমন মন্তব্যকে মিথ্যে প্রমাণ করে দিলেন তারা ক্যাটরিনার চরিত্রে সোনমকে নিয়ে।
উল্লেখ্য, ছবিটিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অভিষেকের বিপরীতে এটিই সোনমের প্রথম ছবি নয়। এর আগেও �দিল্লী-সিক্স ছবিটিতেও জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। সোনম ও অভিষেক ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন নেইল নীতিন মুকেশ এবং অভয় দেওলের মতো তারকারা।
সংসার ভাঙছে জ্যকসনের মা-বাবার
৬০ বছরের দাম্পত্যজীবন ভাঙতে চলেছে। সুখ-দুঃখে যাঁরা ছিলেন একে অন্যের আশ্রয়স্থল, তাঁদের সম্পর্কের যবনিকা ঘটতে যাচ্ছে তিক্ততার মধ্য দিয়ে। প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন (৮০) সম্প্রতি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, এক সাক্ষাত্কারে স্বামী জো জ্যাকসন (৮১) তাঁর বিরুদ্ধে অন্যায়, অযৌক্তিক কথাবার্তা বলেছেন। মাইকেলের মৃত্যুর জন্য জো জ্যাকসন তাঁকে দায়ী করেছেন বলে অভিযোগ করেন ক্যাথরিন।
এক সাক্ষাত্কারে জো বলেছিলেন, "মাইকেলের মৃত্যুর কিছুদিন আগে স্ত্রীকে বললাম, যাও, ছেলেটার সঙ্গে গিয়ে কিছুদিন থাকো। কিন্তু ছেলের ব্যক্তি স্বতন্ত্রতা ও গোপনীয়তা নষ্ট হবে-এমন অজুহাত দেখিয়ে ক্যাথরিন যায়নি। সে গেলে মাইকেলকে হয়তো এভাবে অকালে মরতে হতো না।" জোর এমন কথায় বেজায় চটেছেন ক্যাথরিন। তাই বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত। ওয়েবসাইট।
এক সাক্ষাত্কারে জো বলেছিলেন, "মাইকেলের মৃত্যুর কিছুদিন আগে স্ত্রীকে বললাম, যাও, ছেলেটার সঙ্গে গিয়ে কিছুদিন থাকো। কিন্তু ছেলের ব্যক্তি স্বতন্ত্রতা ও গোপনীয়তা নষ্ট হবে-এমন অজুহাত দেখিয়ে ক্যাথরিন যায়নি। সে গেলে মাইকেলকে হয়তো এভাবে অকালে মরতে হতো না।" জোর এমন কথায় বেজায় চটেছেন ক্যাথরিন। তাই বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত। ওয়েবসাইট।
ঈদের টেলিফিল্মে মোহনের অভিষেক
ক্যামেরার সামনে সাবাবা মোহনের প্রথম পদযাত্রা সেই চার বছর বয়সে। জনপ্রিয় নাট্যকার ও পরিচালক মোহন খানের 'তাহাদের বসন্ত দিনে' নাটকে বিজরী বরকতউল্লার মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল সাবাবা। তারপর বেশ কিছু খণ্ড নাটক, ধারাবাহিক নাটক এবং বিজ্ঞাপনচিত্রে সাবাবাকে দেখা গেছে শিশু শিল্পীর ভূমিকায়। এরপর দীর্ঘ বিরতি। এই দীর্ঘ বিরতি সম্পর্কে সাবাবার উত্তর, আসলে বাবা চাননি। বাবার ইচ্ছে ছিল বড় হয়ে আমি যেন নাটকে নিয়মিত হই। আর সেই ইচ্ছেরই প্রতিফলন ঘটতে যাচ্ছে এবার ঈদে। সাবাবার বাবা গুণী নির্মাতা মোহন খানের 'আই লাভ ইউ তিনটি কারণে' টেলিফিল্ম দিয়ে সাবাবা মোহনের টিভি নাটকে স্থায়ীভাবে পথ চলা শুরু হতে যাচ্ছে। এ টেলিফিল্মে সাবাবার বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, শোয়েব, রওনকের মতো তারকা শিল্পীরা। প্রথমবারের মতো এদের বিপরীতে অভিনয় করতে গিয়ে সাবাবা কি একটুও ঘাবড়ে গিয়েছেন কিনা এ প্রসঙ্গে সাবাবা বলেছেন, কেন, এদের সবাইকে তো আমি সেই ছোট বেলা থেকেই আমাদের বাসায় পারিবারিক বন্ধু হিসেবে দেখে এসেছি। আর এ নাটকে এরা সবাই আমাকে এতো সহযোগিতা করেছেন যে আমি একবারের জন্যও বুঝতে পারিনি আমি নতুন। টিভি পর্দায় নিয়মিত হবেন কিনা এ উত্তরে সাবাবা বলেন, অবশ্যই। অলরেডি আমি বাবার রচনা ও পরিচালনায় 'একলা পাখি' নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এখন আমার 'এ' লেভেল চলছে। পড়া লেখাটাকে আপাতত প্রাধান্য দেবো। ফাঁকে ফাঁকে ভালকিছু কাজে নিজেকে জড়িয়ে রাখবো। একক নায়িকা হিসেবে সাবাবা মোহনের প্রথম টেলিফিল্ম 'আই লাভ ইউ তিনটি কারণে' প্রচার হবে আরটিভিতে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৪৫ মিনিটে।
Subscribe to:
Posts (Atom)