শিডিউল জটিলতা আর ব্যক্তিগত কারণ দেখিয়ে হলিউডি ছবি �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক থেকে পিছু হটেছিলেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার শূন্যস্থানটি পূরণ করতে বেশি সময় নেননি ছবিটির দুই পরিচালক আব্বাস-মাস্তান। ক্যাটরিনার বিকল্প হিসেবে তারা খুঁজে নিয়েছেন হালের বলিউডি হার্টথ্রব সোনম কাপুরকে। খবর মিড-ডেডটকমের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক ছবিটিতে ক্যাটরিনার অভিনয়ের কথা থাকলেও, তিনি হঠাৎ করেই তা বাতিল করে দেন। তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিডিউল জটিলতার সমাধান আর নতুন নায়িকা খুঁজে নিতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না এমন কথাও জানিয়েছিলেন আব্বাস-মাস্তান। ক্যাটরিনার পরিবর্তে সোনম কাপুরকে নিয়ে তারই সত্যতা প্রমাণ করলেন এই পরিচালক জুটি।
জানা গেছে, এর আগে �রেস� ছবিতে আব্বাস-মাস্তানের সঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সেবার ক্যাটরিনার অভিনয় প্রতিভায় মুগ্ধ আব্বাস-মাস্তান তাদের নতুন প্রজেক্ট �দ্যা ইটালিয়ান জব�-এর বলিউডি রিমেকে ক্যাট অভিনয় করবেন এমনটাই আশা করছিলেন।
উল্লেখ্য, মূল ছবিতে ওই চরিত্রে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। ছবিটির বলিউডি রিমেক নিয়ে আইনি জটিলতা এড়াতে হলিউড ফ্লিক এর সঙ্গে চুক্তি করার কাজটিও সেরে নিয়েছিলেন এই দুই পরিচালক। তবে ক্যাটরিনার পিছু হটায় ছবিটির কাজ আটকে যাবে- সমালোচকদের এমন মন্তব্যকে মিথ্যে প্রমাণ করে দিলেন তারা ক্যাটরিনার চরিত্রে সোনমকে নিয়ে।
উল্লেখ্য, ছবিটিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অভিষেকের বিপরীতে এটিই সোনমের প্রথম ছবি নয়। এর আগেও �দিল্লী-সিক্স ছবিটিতেও জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। সোনম ও অভিষেক ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন নেইল নীতিন মুকেশ এবং অভয় দেওলের মতো তারকারা।