চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক রুবেল অসুস্থ। গত শুক্রবার রাতে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুবেল। সঙ্গে সঙ্গে তাকে ধানমন্ডিস্থ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে দেখে বিশ্রামে থাকার জন্য বলেন। বর্তমানে সিটি হাসপাতালেই রুবেলের চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই তাকে হাসপাতালে দেখতে গেছেন তার আত্মীয়-স্বজন, চলচ্চিত্রের বিভিন্ন ব্যক্তিসহ শিল্পী সমিতির সদস্যরা। মাসুম পারভেজ রুবেল সর্বশেষ নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে নিয়মিত সমিতির কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি সমিতির বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া ‘বিচ্ছু বাহিনী’ ছবিটির সিক্যুয়েল নির্মাণের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছেন।