অতিথি চরিত্রে হিমু


ঈদের জন্য নির্মিত একটি নাটকে অতিথি চরিত্রে কাজ করছেন এ সময়ের ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু। মঙ্গলবার নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। মিজানুর রহমান লাবু পরিচালিত 'সূচনার সমাচার' নামের এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে হঠাৎ করেই আমার এ নাটকে কাজ করা।

কাজটি করে ভালই লেগেছে। কারণ খুব অল্প সময়ের মধ্যে একটি চমৎকার চরিত্রে কাজ করলাম। উল্লেখ্য, আগামী ঈদকে লক্ষ্য করে হিমু এ পর্যন্ত ১৫টি নাটকে কাজ করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ভাঙা মেলা, ব্যাচেলর ভাড়াটিয়া, ছায়া সঙ্গী, স্বপ্নে দেখা স্বপ্ন, আজব টিভি, ক্লিক ক্লিক, এই ঈদে বাবা নেই ইত্যাদি। হিমু বলেন, সবক�টি নাটক প্রচার নাও হতে পারে। তবে আমি চাই ভাল কাজগুলো প্রচার হোক। কারণ ঈদের ছুটিতে দর্শক নাটক উপভোগ করেন সময় নিয়ে। তারাই তো আমাদের কাজের মূল্যায়ন করেন।