ঢাকা আসছেন সোনিয়া লোপেজ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোনিয়া লোপেজ আসছে ডিসেম্বরে ঢাকা আসছেন। মূলত তিনি একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আমন্ত্রণে ঢাকায় আসছেন। ঢাকায় এসে তিনি ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং শিরোনামের তিন দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন। সম্পূর্ণ আবাসিকভাবে আয়োজিত ঢাকার বাইরের অনুষ্ঠিতব্য ওই কর্মশালায় অভিনয় ও মডেলিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেবেন তিনি। দেশে এখন চলচ্চিত্র এবং নাটক মাধ্যমে চলছে যথেষ্ট শিল্পী সঙ্কট। আর এই শিল্পী সংকট কিছুটা হলেও কাটিয়ে তোলার লক্ষ্যেই একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আগ্রহী অভিনয় শিক্ষার্থীসহ মিডিয়ায় কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণ দেবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া লোপেজ। আন্তর্জাতিকমানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমেরিকার লসএঞ্জেলসে অবস্থিত স্ক্রিন অ্যাক্টরস স্টুডিওর ডিরেক্টর সোনিয়া লোপেজ সেখানে অভিনয়ের ওপরই প্রশিক্ষণ দিয়ে থাকেন। হলিউডে তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী হলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এবং এখনো করছেন। এক্সট্রিম জাস্টিজ এবং কুবাগুয়া সোনিয়া লোপেজ অভিনীত বিখ্যাত দুটি চলচ্চিত্র। ঢাকায় এসে সোনিয়া লোপেজ শুধু অভিনয়ের ওপরই নয়, মডেলিংয়ের ওপরও বিশেষ প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ক্যামেরার বিভিন্ন কাজসহ আরও নানান বিষয়ে ধারণা দেবেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সোনিয়া লোপেজ ঢাকায় আসবেন বলে জানিয়েছেন একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়। সোনিয়া লোপেজের কর্মশালাটি চলার সময়ে এর মিডিয়া কনসালটেম্লট হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।