নতুন পরিচয়ে মৌসুমী


নায়িকা, গায়িকা, পরিচালক-এসবের বাইরেও মৌসুমী আরও এক নতুন পরিচয়ে পরিচিত হলেন; ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছেন তিনি। গত ২৩ আগস্ট বিকেলে তিনি বসুন্ধরা সিটিতে অবস্থিত তাঁর লিভাইস-এর শোরুমে নিজের ডিজাইনের পোশাক প্রদর্শন করেন। মৌসুমী বললেন, �নিজের জন্য বিভিন্ন রকম জামাকাপড়ের ডিজাইন করতাম। এভাবেই আস্তে আস্তে নিজে কিছু বিষয় নিয়ে কাজ করেছি। এরপর মহিলাদের জন্য নানা রকম জামাকাপড়ের ডিজাইন করেছি এবং এসব পণ্য লিভাইসে পাওয়া যাবে।� তিনি আরও জানালেন, এখন থেকে তিনি নিয়মিত পোশাকের ডিজাইন করবেন।

প্রসঙ্গত, মৌসুমী অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন সংসারজীবন এবং পোশাক ডিজাইনার হিসেবে ব্যস্ত সময় পার করছেন।