এবারের ঈদের ছবি মোহাম্মদ হোসেনের 'নাম্বার ওয়ান শাকিব খান'। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান নিজেই। অনেক দিন পর কোন তারকার নামে ছবি নির্মাণ হয়েছে। এর আগে সোহেল রানা, রুবেল আমার নাম, মৌসুমী এবং মান্না ভাই নামে ছবি নির্মাণ হয়েছে।
নাম্বার ওয়ান শাকিব খান নির্মাণ হয়েছে গ্রামীণ কথাচিত্রের ব্যানারে। প্রযোজনা করেছেন আবদুর রহমান। ব্যাংককের সমুদ্র শহর পাতোয়ায় চিত্রায়িত সামাজিক অ্যাকশনধর্মী ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নবাগতা অনন, নূতন, আলীরাজ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, পলাশ, গাঙ্গুয়া ও মিশা সওদাগর। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন কাশেম আলী দুলাল, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, সংগীত আলী আকরাম শুভ, সম্পাদনা জিন্নাত হোসেন জিন্নাহ, নৃত্যে মাসুম বাবুল, অ্যাকশন আরমান, স্থিরচিত্রে আইয়ুব আকন্দ।
'নাম্বার ওয়ান শাকিব খান' ছবির নিবেদক মোহাম্মদ হোসেন বলেন, জমজমাট গল্প নিয়ে ব্যাংককের পাতোয়ায় মনোরম লোকেশনে ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে।