৬০ বছরের দাম্পত্যজীবন ভাঙতে চলেছে। সুখ-দুঃখে যাঁরা ছিলেন একে অন্যের আশ্রয়স্থল, তাঁদের সম্পর্কের যবনিকা ঘটতে যাচ্ছে তিক্ততার মধ্য দিয়ে। প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন (৮০) সম্প্রতি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, এক সাক্ষাত্কারে স্বামী জো জ্যাকসন (৮১) তাঁর বিরুদ্ধে অন্যায়, অযৌক্তিক কথাবার্তা বলেছেন। মাইকেলের মৃত্যুর জন্য জো জ্যাকসন তাঁকে দায়ী করেছেন বলে অভিযোগ করেন ক্যাথরিন।
এক সাক্ষাত্কারে জো বলেছিলেন, "মাইকেলের মৃত্যুর কিছুদিন আগে স্ত্রীকে বললাম, যাও, ছেলেটার সঙ্গে গিয়ে কিছুদিন থাকো। কিন্তু ছেলের ব্যক্তি স্বতন্ত্রতা ও গোপনীয়তা নষ্ট হবে-এমন অজুহাত দেখিয়ে ক্যাথরিন যায়নি। সে গেলে মাইকেলকে হয়তো এভাবে অকালে মরতে হতো না।" জোর এমন কথায় বেজায় চটেছেন ক্যাথরিন। তাই বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত। ওয়েবসাইট।