বিয়ে করছেন রানী মুখার্জি!

মেঘে মেঘে বেলা তো অনেক হলো। এবার থিতু হওয়ার তাগিদ অনুভব করছেন অভিনেত্রী রানী মুখার্জি। মুখার্জি পরিবারও চাইছে মেয়েটা বিয়ের পিঁড়িতে বসুক। শোনা যাচ্ছে, এবার নাকি বাধ্য মেয়ের মতো সেই কাজটিই করতে যাচ্ছেন তিনি। শিগগির বিয়ে করতে যাচ্ছেন একসময়ের বলিউড-রানি। তবে পাত্র কে, সে খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কেউ এ ব্যাপারে মুখ খোলেনি। শুধু এটুকু জানা গেছে, আসছে অক্টোবরে দুর্গাপূজার পর বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। অর্থাৎ আগামী নভেম্বর নাগাদ সাত পাকে বাঁধা পড়ছেন রানী।

নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বহুদিন ধরে তাঁর মন দেওয়া-নেওয়া চলছে। সম্ভাব্য পাত্র হিসেবে তাঁর নামটিই শোনা যাচ্ছে। ইতিপূর্বে এমন কথাও শোনা গেছে, রানীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আদিত্য চোপড়া স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। সুত্র: ওয়েবসাইট।

শাকিরার বিরুদ্ধে অভিযোগ

সম্প্রতি কলাম্বিয়ান পপ তারকা শাকিরার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে ইউটিউবে। ভিডিওটিতে তাকে দেখা গেছে হেলমেটবিহীন অবস্থায় মোটর সাইকেলে চড়ে ঘুরতে এবং রাস্তায় ফোয়ারার পানিতে নৃত্য প্রদর্শন করতে। উত্তেজক নৃত্যভঙ্গি এবং বিকিনি সদৃশ সাজ-সজ্জার কারণে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও বিশৃঙ্খলা সৃষ্টি ডিজি রাসক্যালের সঙ্গে শাকিরার একটি ডুয়েট গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় আইন ভাঙ্গা হয়েছে বলে অভিযোগ করেছে স্পেনের বার্সেলোনা নগর কর্তৃপক্ষ। শাকিরার বিশৃঙ্খল আচরণের জন্য তাকে জরিমানা করার কথাও ভাবছে তারা। কোনো রকমের অনুমতি ছাড়াই নাকি শাকিরা বার্সিলোনার বিভিন্ন স্থানে এমনকি ঐতিহাসিক প্লা ডি পালাউ এ তার এই মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। শাকিরা আরও কোনো আইন ভঙ্গের কাজ করেছেন কি-না সেটি খতিয়ে দেখার জন্য ইউটিউবে প্রকাশিত সেই ভিডিও ফুটেজ দেখে এখন তদন্ত করা হবে।

ক্যাটরিনার এক্সিটে সোনম ইন!

 শিডিউল জটিলতা আর ব্যক্তিগত কারণ দেখিয়ে হলিউডি ছবি �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক থেকে পিছু হটেছিলেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার শূন্যস্থানটি পূরণ করতে বেশি সময় নেননি ছবিটির দুই পরিচালক আব্বাস-মাস্তান। ক্যাটরিনার বিকল্প হিসেবে তারা খুঁজে নিয়েছেন হালের বলিউডি হার্টথ্রব সোনম কাপুরকে। খবর মিড-ডেডটকমের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, �দ্যা ইটালিয়ান জব� এর বলিউডি রিমেক ছবিটিতে ক্যাটরিনার অভিনয়ের কথা থাকলেও, তিনি হঠাৎ করেই তা বাতিল করে দেন। তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিডিউল জটিলতার সমাধান আর নতুন নায়িকা খুঁজে নিতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না এমন কথাও জানিয়েছিলেন আব্বাস-মাস্তান। ক্যাটরিনার পরিবর্তে সোনম কাপুরকে নিয়ে তারই সত্যতা প্রমাণ করলেন এই পরিচালক জুটি।

জানা গেছে, এর আগে �রেস� ছবিতে আব্বাস-মাস্তানের সঙ্গে কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সেবার ক্যাটরিনার অভিনয় প্রতিভায় মুগ্ধ আব্বাস-মাস্তান তাদের নতুন প্রজেক্ট �দ্যা ইটালিয়ান জব�-এর বলিউডি রিমেকে ক্যাট অভিনয় করবেন এমনটাই আশা করছিলেন।

উল্লেখ্য, মূল ছবিতে ওই চরিত্রে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন। ছবিটির বলিউডি রিমেক নিয়ে আইনি জটিলতা এড়াতে হলিউড ফ্লিক এর সঙ্গে চুক্তি করার কাজটিও সেরে নিয়েছিলেন এই দুই পরিচালক। তবে ক্যাটরিনার পিছু হটায় ছবিটির কাজ আটকে যাবে- সমালোচকদের এমন মন্তব্যকে মিথ্যে প্রমাণ করে দিলেন তারা ক্যাটরিনার চরিত্রে সোনমকে নিয়ে।

উল্লেখ্য, ছবিটিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অভিষেকের বিপরীতে এটিই সোনমের প্রথম ছবি নয়। এর আগেও �দিল্লী-সিক্স ছবিটিতেও জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। সোনম ও অভিষেক ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন নেইল নীতিন মুকেশ এবং অভয় দেওলের মতো তারকারা।

সংসার ভাঙছে জ্যকসনের মা-বাবার

৬০ বছরের দাম্পত্যজীবন ভাঙতে চলেছে। সুখ-দুঃখে যাঁরা ছিলেন একে অন্যের আশ্রয়স্থল, তাঁদের সম্পর্কের যবনিকা ঘটতে যাচ্ছে তিক্ততার মধ্য দিয়ে। প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন (৮০) সম্প্রতি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, এক সাক্ষাত্কারে স্বামী জো জ্যাকসন (৮১) তাঁর বিরুদ্ধে অন্যায়, অযৌক্তিক কথাবার্তা বলেছেন। মাইকেলের মৃত্যুর জন্য জো জ্যাকসন তাঁকে দায়ী করেছেন বলে অভিযোগ করেন ক্যাথরিন।

এক সাক্ষাত্কারে জো বলেছিলেন, "মাইকেলের মৃত্যুর কিছুদিন আগে স্ত্রীকে বললাম, যাও, ছেলেটার সঙ্গে গিয়ে কিছুদিন থাকো। কিন্তু ছেলের ব্যক্তি স্বতন্ত্রতা ও গোপনীয়তা নষ্ট হবে-এমন অজুহাত দেখিয়ে ক্যাথরিন যায়নি। সে গেলে মাইকেলকে হয়তো এভাবে অকালে মরতে হতো না।" জোর এমন কথায় বেজায় চটেছেন ক্যাথরিন। তাই বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত। ওয়েবসাইট।

ঈদের টেলিফিল্মে মোহনের অভিষেক

ক্যামেরার সামনে সাবাবা মোহনের প্রথম পদযাত্রা সেই চার বছর বয়সে। জনপ্রিয় নাট্যকার ও পরিচালক মোহন খানের 'তাহাদের বসন্ত দিনে' নাটকে বিজরী বরকতউল্লার মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল সাবাবা। তারপর বেশ কিছু খণ্ড নাটক, ধারাবাহিক নাটক এবং বিজ্ঞাপনচিত্রে সাবাবাকে দেখা গেছে শিশু শিল্পীর ভূমিকায়। এরপর দীর্ঘ বিরতি। এই দীর্ঘ বিরতি সম্পর্কে সাবাবার উত্তর, আসলে বাবা চাননি। বাবার ইচ্ছে ছিল বড় হয়ে আমি যেন নাটকে নিয়মিত হই। আর সেই ইচ্ছেরই প্রতিফলন ঘটতে যাচ্ছে এবার ঈদে। সাবাবার বাবা গুণী নির্মাতা মোহন খানের 'আই লাভ ইউ তিনটি কারণে' টেলিফিল্ম দিয়ে সাবাবা মোহনের টিভি নাটকে স্থায়ীভাবে পথ চলা শুরু হতে যাচ্ছে। এ টেলিফিল্মে সাবাবার বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, শোয়েব, রওনকের মতো তারকা শিল্পীরা। প্রথমবারের মতো এদের বিপরীতে অভিনয় করতে গিয়ে সাবাবা কি একটুও ঘাবড়ে গিয়েছেন কিনা এ প্রসঙ্গে সাবাবা বলেছেন, কেন, এদের সবাইকে তো আমি সেই ছোট বেলা থেকেই আমাদের বাসায় পারিবারিক বন্ধু হিসেবে দেখে এসেছি। আর এ নাটকে এরা সবাই আমাকে এতো সহযোগিতা করেছেন যে আমি একবারের জন্যও বুঝতে পারিনি আমি নতুন। টিভি পর্দায় নিয়মিত হবেন কিনা এ উত্তরে সাবাবা বলেন, অবশ্যই। অলরেডি আমি বাবার রচনা ও পরিচালনায় 'একলা পাখি' নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এখন আমার 'এ' লেভেল চলছে। পড়া লেখাটাকে আপাতত প্রাধান্য দেবো। ফাঁকে ফাঁকে ভালকিছু কাজে নিজেকে জড়িয়ে রাখবো। একক নায়িকা হিসেবে সাবাবা মোহনের প্রথম টেলিফিল্ম 'আই লাভ ইউ তিনটি কারণে' প্রচার হবে আরটিভিতে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৪৫ মিনিটে।

ঈদে অনুষ্ঠান উপস্থাপনা করবেন হিমু

সোমবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ম্যাডভাই'। মাসুম রেজার রচনা ও কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন হোমায়রা হিমু। অভিনয় ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এবারে 'মুখোমুখি' বিভাগে কথা বলেছেন হিমু। প্রতিবেদক: �ম্যাডভাই� নাটকে কুষ্টিয়ার ভাষায় অভিনয় করতে কেমন লেগেছে? হিমু: সবাই মিলে আনন্দের সঙ্গে কাজ করেছি। মজার ব্যাপার হল, শুটিংয়ের আগে আমরা সবাই একসঙ্গে বসে ডায়লগ পড়তাম। মনে হতো সবাই যেন স্কুলে পড়ছি। প্রতিবেদক: এ নাটকে পায়রা চরিত্রে অভিনয় করছেন। পরবর্তীতে পায়রার প্রেমকাহিনী কোন দিকে মোড় নেবে?? হিমু: আমার ও শাহরিয়ার শুভর প্রেমকাহিনী তুঙ্গে থাকবে। আমি শহরে গিয়ে আবার গ্রামে চলে আসব। একসময় প্রেমিকের সামনে আমি লজ্জায় কথাই বলতে পারব না। প্রতিবেদক: আপনার অভিনীত প্রচারের অপেক্ষায় থাকা ধারাবাহিকগুলো কি কি? হিমু: অনেকগুলো ধারাবাহিকই প্রচারের অপেক্ষায় রয়েছে, এর মধ্যে সকাল আহমেদের 'চৌমহল', হিমু আক্রামের 'জাদুকর', কায়সার আহমেদের 'উত্তরাধিকার', আজহারুল ইসলামের 'ভদ্দরনোক' উল্লেখযোগ্য।

প্রতিবেদক: ঈদের নাটকের খবর কি?
হিমু: বেশকিছু নাটকেই কাজ করেছি। তবে প্রচারের আলোয় আসবে সাইদুল আনাম টুটুলের 'ব্যাচেলর ভাড়াটিয়া', শাফায়েত মনসুর রানার 'ক্লিকক্লিক', মনিরুল ইসলাম সোহেলের 'ছায়াসঙ্গী', সোহেল আরমানের 'মেঘমন' ইত্যাদি।

প্রতিবেদক: ঈদে ভিন্নধর্মী কোনও অনুষ্ঠান করছেন কি?
হিমু: হ্যাঁ। 'গানে গানে তারারমেলা' নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। এতে পুরনো দিনের জনপ্রিয় কিছু গানের সঙ্গে তারকা শিল্পীরা পারফর্ম করবেন। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচার হবে।

প্রতিবেদক: আপনার অভিনীত একমাত্র ছবি 'আমার বন্ধু রাশেদ' শুনেছি মুক্তির মিছিলে?
হিমু: হ্যাঁ। সম্প্রতি ছবিটির মুক্তির সব আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

ঈদের ছবি নাম্বার ওয়ান শাকিব খান

এবারের ঈদের ছবি মোহাম্মদ হোসেনের 'নাম্বার ওয়ান শাকিব খান'। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান নিজেই। অনেক দিন পর কোন তারকার নামে ছবি নির্মাণ হয়েছে। এর আগে সোহেল রানা, রুবেল আমার নাম, মৌসুমী এবং মান্না ভাই নামে ছবি নির্মাণ হয়েছে।

নাম্বার ওয়ান শাকিব খান নির্মাণ হয়েছে গ্রামীণ কথাচিত্রের ব্যানারে। প্রযোজনা করেছেন আবদুর রহমান। ব্যাংককের সমুদ্র শহর পাতোয়ায় চিত্রায়িত সামাজিক অ্যাকশনধর্মী ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নবাগতা অনন, নূতন, আলীরাজ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, পলাশ, গাঙ্গুয়া ও মিশা সওদাগর। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন কাশেম আলী দুলাল, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, সংগীত আলী আকরাম শুভ, সম্পাদনা জিন্নাত হোসেন জিন্নাহ, নৃত্যে মাসুম বাবুল, অ্যাকশন আরমান, স্থিরচিত্রে আইয়ুব আকন্দ।

'নাম্বার ওয়ান শাকিব খান' ছবির নিবেদক মোহাম্মদ হোসেন বলেন, জমজমাট গল্প নিয়ে ব্যাংককের পাতোয়ায় মনোরম লোকেশনে ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে।

ঢাকা আসছেন সোনিয়া লোপেজ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোনিয়া লোপেজ আসছে ডিসেম্বরে ঢাকা আসছেন। মূলত তিনি একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আমন্ত্রণে ঢাকায় আসছেন। ঢাকায় এসে তিনি ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং শিরোনামের তিন দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন। সম্পূর্ণ আবাসিকভাবে আয়োজিত ঢাকার বাইরের অনুষ্ঠিতব্য ওই কর্মশালায় অভিনয় ও মডেলিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেবেন তিনি। দেশে এখন চলচ্চিত্র এবং নাটক মাধ্যমে চলছে যথেষ্ট শিল্পী সঙ্কট। আর এই শিল্পী সংকট কিছুটা হলেও কাটিয়ে তোলার লক্ষ্যেই একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আগ্রহী অভিনয় শিক্ষার্থীসহ মিডিয়ায় কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণ দেবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া লোপেজ। আন্তর্জাতিকমানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমেরিকার লসএঞ্জেলসে অবস্থিত স্ক্রিন অ্যাক্টরস স্টুডিওর ডিরেক্টর সোনিয়া লোপেজ সেখানে অভিনয়ের ওপরই প্রশিক্ষণ দিয়ে থাকেন। হলিউডে তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী হলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এবং এখনো করছেন। এক্সট্রিম জাস্টিজ এবং কুবাগুয়া সোনিয়া লোপেজ অভিনীত বিখ্যাত দুটি চলচ্চিত্র। ঢাকায় এসে সোনিয়া লোপেজ শুধু অভিনয়ের ওপরই নয়, মডেলিংয়ের ওপরও বিশেষ প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ক্যামেরার বিভিন্ন কাজসহ আরও নানান বিষয়ে ধারণা দেবেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সোনিয়া লোপেজ ঢাকায় আসবেন বলে জানিয়েছেন একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়। সোনিয়া লোপেজের কর্মশালাটি চলার সময়ে এর মিডিয়া কনসালটেম্লট হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।

রাজ্জাক-ডিপজলের দ্বন্দ্ব তুঙ্গে!

নায়করাজ রাজ্জাকের সঙ্গে জনপ্রিয় অভিনেতা ডিপজলের দ্বন্দ্ব তুঙ্গে। কেউ কাউকেই বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। যে কোন সময় বেধে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। সর্বত্র টানটান উত্তেজনা। ভয়ের কিছু নেই। এটা বাস্তবে নয়, পর্দায়। আলোচিত পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ঈদের ছবি রিকশাওয়ালার ছেলে�তে প্রচণ্ড বিত্তশালী আলমাস চৌধুরী রাজ্জাকের সঙ্গে 'রিকশাওয়ালার ছেলে' রুস্তম ডিপজলের দ্বন্দ্ব তৈরি হবে আলমাস চৌধুরীর কন্যা সেতু রুপি রেসীকে নিয়ে।

আলমাস চৌধুরী রাজ্জাকের চার মেয়ে। রেসী, মুক্তি, রুমানা ও শাকিবা। ছোট ভাই মিজু আহমেদ বড় ভাইয়ের সকল ব্যবসার দেখা শোনা করতে করতে এক সময় সবকিছু নিজের নামে করিয়ে নেন। তার আগে কাশেম ঢালী নামে আরেক বিত্তশালী মিশা সওদাগরের সঙ্গে রাজ্জাকের জমিজমা সংক্রান্ত বিরোধ তৈরি হয়। দু'জন দু'জনের শত্রু বনে যায়। একদিন রাজ্জাকের কন্যা রেসীকে আক্রমণ করে মিশার তিন ভাই। রেসী দৌড়ে গিয়ে আশ্রয় নেয় রমজানের রিকশার গ্যারেজে। রমজান প্রবীর মিত্র একজন 'রিকশাওয়ালা' তার ছেলে রিকশা গ্যারেজের মিস্ত্রি ডিপজল। ডিপজল মাস্তানদের হাত থেকে রেসীকে উদ্ধার করে। ডিপজলের সহকারী টুনি দীঘি আর রিকশাওয়ালা কাবিলা যিনি গায়ক হওয়ার স্বপ্ন দেখেন। তারা ডিপজলকে অনুরোধ করেন রেসীকে রিকশায় বসিয়ে বাসায় পৌঁছে দিতে। ডিপজল রাজি হয় না। বলে আমি রিকশা গ্যারেজের মিস্ত্রি, রিকশা চালাই না। কিন্তু বাবা প্রবীর মিত্রের নির্দেশে ডিপজল রিকশা চালিয়ে রেসীকে রাজ্জাকের বাড়ি পৌঁছে দেন। খুশি হয়ে রাজ্জাক তাকে দুই লাখ টাকা দিতে চাইলে শুরু হয় দ্বন্দ্ব। রাজ্জাক যখন জানতে চান বলো কি চাও তুমি? উত্তরে ডিপজল বলেন, বলা সহজ, দেয়া কঠিন। রাজ্জাক আবার জানতে চান বলো কি চাও? ডিপজলের উত্তর, আমিতো আপনার মেয়েকেও চাইতে পারি। এই কথায় শুরু হয় দ্বন্দ্ব।

একজন সামান্য রিকশাওয়ালা রুস্তম আলমাস চৌধুরীর কন্যার দিকে হাত বাড়াতে চায় দেখে ক্ষুব্ধ হন আলমাস চৌধুরী। শুরু হয় দ্বন্দ্ব। কিন্তু রেসী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন রিকশাওয়ালার ছেলে ডিপজলের প্রতি। ডিপজল এটা মেনে নিতে চায় না। কিন্তু রেসী নাছোড় বান্দা। এতে তার ছোট তিন বোনও বিরক্ত। তারা অনেক বড়লোক বিয়ে করবে বলে বোনকে জানায়। কিন্তু তিনজন ভালবাসে বেকার যুবক সম্রাট, স্বর্ণের দোকানের কর্মচারী জায়েদ খান ও খেলনা গাড়ি দোকানের সেলসম্যান আমানকে। তিনজন মিথ্যা পরিচয় দিয়ে রাজ্জাকের তিন মেয়েকে ফাঁদে ফেলে। এদিকে ডিপজল রেসীর সম্পর্ক গভীর হতে দেখে রাজ্জাক ডিপজলকে মেরে ফেলার নির্দেশ দিলে মিজু আহমেদের ভাড়া করা বাহিনী ডিপজলকে মেরে আহত করে। এতে পিতা প্রবীর মিত্র তার রিকশাওয়ালা বাহিনী নিয়ে রাজ্জাকের বাসায় গিয়ে প্রতিবাদ করে। এই সুযোগ নেয় মিশা সওদাগর। ভ্যান চাপা দিয়ে প্রবীর মিত্রকে গুরুতর আহত করে।

মৃত্যুর সময় প্রবীর মিত্র ডিপজলকে কসম দিয়ে যান যে, দাম্ভিক আলমাস চৌধুরীর কন্যা রেসীকে 'রিকশাওয়ালার ছেলের বউ' করতে হবে। ডিপজল কসম খায়। শুরু হয় দ্বন্দ্ব। প্রচণ্ড বিরোধ। রাজ্জাক কন্যা হিসেবে রেসীকে অস্বীকার করে। এক সময় ডিপজল তার সহযোগী বড়লোকের সন্তান আলেকজান্ডার বো'র সহযোগিতায় রাজ্জাকের তিন কন্যার প্রেমিকদের আসল পরিচয় তুলে ধরলে রাজ্জাক সেই তিন কন্যাকেও বাড়ি থেকে বের করে দেন। এমন সময় আসল রূপ বের হয়ে আসে মিজু আহমেদের। সে মিশা সওদাগরের সঙ্গে হাত মিলিয়ে রাজ্জাকের সকল সম্পত্তি নিজের নামে করে নিয়ে রাজ্জাককে বাড়ি থেকে বের করে দেয়। সব হারিয়ে রাজ্জাক নিজেও হয়ে যান 'রিকশাওয়ালা'। তার পর কি হয়-ছবি কোথায় গিয়ে শেষ এ বিষয়ে কিছু বলতে চাইলেন না ডিপজল।

বললেন, দ্বন্দ্বের শেষটা সবাই হলেই গিয়ে দেখবেন। শুক্রবার রাতে একেবারে ঘনিষ্ঠজনদের নিয়ে 'রিকশাওয়ালার ছেলে' ছবি দেখলেন ছবির অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। যারা দেখলেন তারা সবাই ছবির প্রশংসা করলেন। এক বাক্যে বললেন, ছবিটি সবশ্রেণীর দর্শকই দেখবেন। গল্প, শিল্পী, অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়েই পরিপূর্ণ ঈদের ছবি 'রিকশাওয়ালার ছেলে'। রাজ্জাক ও ডিপজলের রিকশা চালানোটা দর্শকদের জন্য বিরাট পাওয়া হয়ে দেখা দেবে। তারকা সমৃদ্ধ এই ছবির অন্য শিল্পীরা হলেন- রেসী, রুমানা, সম্রাট, আলেকজান্ডার বো, মুক্তি, শাকিবা, জায়েদ খান, আমান, জায়েদ খান, টেলিসামাদ, নাসরিন, শানুশিবা, ডিজে সোহেল, সালাদিন, জিল্লুর রহমান, কাবিলা, মিশা সওদাগর, মিজু আহমেদ, প্রবীর মিত্র ও দীঘি।

রুবেল হাসপাতালে

 চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক রুবেল অসুস্থ। গত শুক্রবার রাতে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুবেল। সঙ্গে সঙ্গে তাকে ধানমন্ডিস্থ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে দেখে বিশ্রামে থাকার জন্য বলেন। বর্তমানে সিটি হাসপাতালেই রুবেলের চিকিৎসা চলছে।

ইতিমধ্যেই তাকে হাসপাতালে দেখতে গেছেন তার আত্মীয়-স্বজন, চলচ্চিত্রের বিভিন্ন ব্যক্তিসহ শিল্পী সমিতির সদস্যরা। মাসুম পারভেজ রুবেল সর্বশেষ নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে নিয়মিত সমিতির কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি সমিতির বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া ‘বিচ্ছু বাহিনী’ ছবিটির সিক্যুয়েল নির্মাণের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছেন।

ইফতার পার্টিতে তারকামেলা

 কাছাকাছি সময়ে সিনেমার কোন পার্টিতে একসঙ্গে এত তারকার উপস্থিতি অনেকটাই বিরল ঘটনা। পার্টি যদিও ইফতার আয়োজনের, তারপরও তারকার উপস্থিতিতে চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছিল প্রযোজক পরিবেশক সমিতির বৃহস্পতিবারের ইফতার পার্টি। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পার্টিতে সবাইকে চমকে দিয়েই হাজির হয়েছিলেন এক ঝাঁক চলচ্চিত্র তারকা। এদের মধ্যে ছিলেন শাকিব খান, ফেরদৌস, পপি, পূর্ণিমা, আমিন খান, তিন্নি, নিপুন, সাহারা, অমিত হাসান, মারুফ, ইমন, নিরব, সম্রাট, মুনমুনসহ সুপার হিরো-হিরোইনরা।

সিনিয়র তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, আলমগীর ও চম্পা। হাজির হয়েছিলেন সাংসদ কবরীও। আর প্রযোজক সমিতির মুখপাত্র মেগাষ্টার উজ্জ্বলতো পুরো আয়োজনের তদারকিতেই ছিলেন ব্যাস্ত। তারকাদের এমন বিরল উপস্থিতিতে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেল যাদের জন্য এই আয়োজন সেই চলচ্চিত্র পরিবারের লোকজনদেরকেও। সাধারণ প্রযোজকরাও তারকাদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

শুধু তারকাদের উপস্থিতিই নয়, ইফতার পার্টিতে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, তথ্য সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, সংস্কৃতি সচিব শরফুল আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআই�র সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআই এর সহ-সভাপতি, পিএসসি�র সচিব সহ র�্যাব, ডিএফআই ও পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা প্রযোজক সমিতির ইফতার পার্টিতে উপস্থিত হয়েছিলেন। পার্টিস্থল সাজানো হয়েছিলো পাইরেসি বিরোধী নানা বক্তব্য দিয়ে।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য পর্বে বক্তারা চলচ্চিত্রের প্রধান শত্রু পাইরেসির বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।

নতুন পরিচয়ে মৌসুমী


নায়িকা, গায়িকা, পরিচালক-এসবের বাইরেও মৌসুমী আরও এক নতুন পরিচয়ে পরিচিত হলেন; ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছেন তিনি। গত ২৩ আগস্ট বিকেলে তিনি বসুন্ধরা সিটিতে অবস্থিত তাঁর লিভাইস-এর শোরুমে নিজের ডিজাইনের পোশাক প্রদর্শন করেন। মৌসুমী বললেন, �নিজের জন্য বিভিন্ন রকম জামাকাপড়ের ডিজাইন করতাম। এভাবেই আস্তে আস্তে নিজে কিছু বিষয় নিয়ে কাজ করেছি। এরপর মহিলাদের জন্য নানা রকম জামাকাপড়ের ডিজাইন করেছি এবং এসব পণ্য লিভাইসে পাওয়া যাবে।� তিনি আরও জানালেন, এখন থেকে তিনি নিয়মিত পোশাকের ডিজাইন করবেন।

প্রসঙ্গত, মৌসুমী অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন সংসারজীবন এবং পোশাক ডিজাইনার হিসেবে ব্যস্ত সময় পার করছেন।

চলচ্চিত্র থেকে তিন্নিকে বাদ দিচ্ছেন সোহান

মোহাম্মদ আওলাদ হোসেন: অশিল্পীসুলভ আচরণ, শিডিউল নিয়ে ঘাপলা, সময়মতো সেটে না আসা সর্বোপরি সমগ্র চলচ্চিত্রকে অবজ্ঞা করার অভিযোগে শুটিং করার পরও ছোট পর্দার বিতর্কিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে 'সে আমার মন কেড়েছে' ছবি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক সোহানুর রহমান সোহান।

পরপর দুই দিন শুটিংয়ে না আসার কারণে পরিচালক সোহান তিন্নিকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নেন। ছবির প্রযোজক গোলাম মোরশেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আসার পর সোহান সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন্নিকে বাদ দেয়ার কথা ঘোষণা করবেন এবং কারণ ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন।

নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান আলোচিত প্রযোজনা সংস্থা সন্ধানী কথাচিত্রের ব্যানারে শাকিব খান এবং তিন্নিকে 'সে আমার মন কেড়েছে' নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন। প্রথম কয়েকদিন ভাল মতো শুটিং করার পর তিন্নির মধ্যে পরিবর্তন চলে আসে। তিনি শুটিং ফাঁকি দিতে শুর্ব করেন। পরিচালক সোহান তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিন্নির কাছ থেকে কোন সাড়া পাওয়া না গেলেও তিন্নি এসএমএস-এর মাধ্যমে সোহানকে অনেক আপত্তিকর কথা লিখে পাঠান। ৫ লাখ টাকায় ৫ মাস ধরে শুটিং করা সম্ভব নয়- এমন কথাসহ আরও কিছু কথা লেখেন যা ছাপার অযোগ্য। তাছাড়া সিনেমা তার জন্য নয়, তাকে ফোন করার প্রয়োজন নেই- এমনটিও লিখে দিলে সোহান প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠেন।

তিনি বলেন, যে মেয়ের সিনেমার প্রতি শ্রদ্ধাবোধ নেই, তাকে নিয়ে কাজ করা সম্ভব নয়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন প্রযোজক দেশে ফিরে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো। তিনি বলেন, এতে করে আমাদের আর্থিক ৰতি হলেও তিন্নির মতো অশিল্পীসুলভ মনমানসিকতার মেয়েকে নিয়ে কাজ করা সম্ভব নয়।

ছোট পর্দার বিতর্কিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বরাবরই বিতর্কিতভাবে আলোচিত হওয়ার চেষ্টা করেছেন। বিয়ের আগেই প্রেমিক পরবর্তীতে স্বামী হিল্লোলের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ভিডিও চিত্র মুঠোফোনে এবং ইন্টারনেটে ছেড়ে দেন। বাথর্বমে নিজের নগ্ন ছবিও ইন্টারনেটে এবং মুঠোফোনে ছেড়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ। বিয়ের পর স্বামী হিল্লোলের সঙ্গে ঝাগড়াবিবাদ স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়া আবার ফিরে আসা, অনবরত ঝগড়াবিবাদের কারণে ফ্ল্যাট ছেড়ে দেয়ার নোটিশ থেকে শুরু করে হেন কোন কাজ নেই যা তিন্নি করছেন না।

অভিনেত্রী তিন্নিকে নিয়ে যখন সবাই আশা ছেড়ে দিয়েছেন তখন শাকিব খানের কল্যাণে সোহানুর রহমান সোহান পরিচালিত 'সে আমার মন কেড়েছে' ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পান। এত বড় একটা সুযোগ পেয়ে তিন্নি রীতিমতো আলোচনায় চলে আসেন। চলচ্চিত্রে সিরিয়াসলি অভিনয় করবেন বলে ঘোষণা দেন। কিন্তু কিছুদিন পরই পাল্টে যেতে থাকেন তিনি। সোহানের মতো নামীদামি পরিচালককেও অবজ্ঞা করতে থাকেন। সর্বশেষ গত দুইদিন ধরে তিন্নি শুটিংয়েই আসেননি। তার মুঠোফোন বন্ধ। নির্বপায় হয়ে সোহান তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিন্নির বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

অতিথি চরিত্রে হিমু


ঈদের জন্য নির্মিত একটি নাটকে অতিথি চরিত্রে কাজ করছেন এ সময়ের ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু। মঙ্গলবার নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। মিজানুর রহমান লাবু পরিচালিত 'সূচনার সমাচার' নামের এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে হঠাৎ করেই আমার এ নাটকে কাজ করা।

কাজটি করে ভালই লেগেছে। কারণ খুব অল্প সময়ের মধ্যে একটি চমৎকার চরিত্রে কাজ করলাম। উল্লেখ্য, আগামী ঈদকে লক্ষ্য করে হিমু এ পর্যন্ত ১৫টি নাটকে কাজ করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ভাঙা মেলা, ব্যাচেলর ভাড়াটিয়া, ছায়া সঙ্গী, স্বপ্নে দেখা স্বপ্ন, আজব টিভি, ক্লিক ক্লিক, এই ঈদে বাবা নেই ইত্যাদি। হিমু বলেন, সবক�টি নাটক প্রচার নাও হতে পারে। তবে আমি চাই ভাল কাজগুলো প্রচার হোক। কারণ ঈদের ছুটিতে দর্শক নাটক উপভোগ করেন সময় নিয়ে। তারাই তো আমাদের কাজের মূল্যায়ন করেন।

মিডিয়ায় নগ্নতার আগ্রাসন

নগ্নতার আগ্রাসন ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। নাটকের সংলাপে অশ্লীলতার ছড়াছড়ির পর এবার তথাকথিত তারকা শিল্পীদের ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা দেশীয় মিডিয়ার মাথা লজ্জায় নত করে দিচ্ছে। কতিপয় অভিনেত্রীকে তারকা হওয়ার সুবাদে স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে চলে যেতে দেখা যাচ্ছে। প্রেমিক কিংবা স্বামীর সঙ্গে বৈধ-অবৈধ সম্পর্কের দৃশ্য স্বেচ্ছায় মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করে কখনও নিজেরা কখনও আবার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য অভিনেত্রীর ব্যর্থ প্রেমিক সেগুলো ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে সেই অভিনেত্রীর যত না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে মিডিয়ার। প্রতিষ্ঠা পাওয়ার জন্য এক সময় মিডিয়ায় মেয়েরা ফাঁদে পা দিয়েছেন এটা সত্য। আজকের অনেক বড় বড় অভিনেত্রী স্বেচ্ছায় হোক কিংবা বাধ্য হয়ে হোক এমনটি করেছেন। তবে ওই সময় ইন্টারনেট ছিল না। মোবাইল ছিল না। ওই সব দৃশ্য যারা ধারণ করতেন তাদের কাছেই থাকতো। দু’একটি অশ্লীল ম্যাগাজিন ছাপতো হয়তো।

কিন্তু এখনকার অবস্থা অন্যরকম। এখন যা কিছুই ইন্টারনেটের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, মানুষের মোবাইলে মোবাইলে ঘুরে-যা দেখে সবাই ছিছি ছিছি করে। আর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় সমগ্র মিডিয়ার। সম্প্রতি দুই জনপ্রিয় অভিনেত্রীর এহেন কর্মকাণ্ডে সমগ্র মিডিয়া বিব্রত। লজ্জায় মুখ তুলতে পারছেন না কেউ। কাউকে দোষও দিতে পারছেন না। কারণ ওইসব ভিডিওচিত্রে দেখা যাচ্ছে টিভির জনপ্রিয় নায়িকারা স্বেচ্ছায় এবং আনন্দচিত্তে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন। হয়তো তাদের স্বামী কিংবা প্রেমিকের প্রতি অগাধ বিশ্বাস ছিল। নয়তো অন্য রকম প্রেম করার সাধ জেগেছিল যা দেখে সবাই মুগ্ধ হবেন। তা না হলে স্বজ্ঞানে এসব কেউ করতে পারে সেটা ভাবতেই বিস্মিত হতে হয়। এখন এসব নিয়ে শুধু দেশীয় মিডিয়ায় নয়, বহির্বিশ্বেও চলছে ব্যাপক আলোচনা। মিডিয়ার কর্তাব্যক্তিদের মাথার ঘাম পায়ে পড়ছে। এর একটা শক্ত প্রতিকারের চিন্তা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে।

কেউ কেউ এসব নির্লজ্জ অভিনেত্রী মিডিয়া থেকে নিষিদ্ধ করা এবং তাদের সঙ্গীদের আইনের আওতায় আনার চিন্তা-ভাবনা করছেন। যারা এসব নগ্ন দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়ানোর দায়িত্ব পালন করছে তাদেরও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন। সেই সঙ্গে শিল্পীদের সব বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিভিশন বোদ্ধা বলেছেন, টিভি মিডিয়ার কর্তা ব্যক্তিদের সম্মিলিতভাবে এর প্রতিকারে মাঠে নামা উচিত। একজন সাধারণ মেয়ে কিংবা ছেলে যখন শিল্পী হয়ে যাবে তখন সে শিল্পী সমাজের গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি। শিল্পের প্রতি তার দায়বদ্ধতা থাকা উচিত। ব্যক্তি জীবনে সে যেই হোক না কেন যতদিন তার শিল্পী পরিচয় থাকবে ততদিন তাকে নিয়ম কানুন মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে। ব্যক্তি জীবনকে ব্যক্তিগত পর্যায়েই রাখতে হবে। অন্যথায় তাকে মিডিয়া থেকে বিদায় নিতে হবে। ওইসব শিল্পীর অপকর্মের দায়ভার শিল্পী সমাজ এবং মিডিয়া নেবে না।

'Veer' not going strong at box office

New Delhi, Jan 26 (IANS) Salman Khan's much ambitious period drama "Veer" has fallen flat at the box office despite having an extended weekend for business, thanks to Republic Day. The movie has not gone beyond an average 45 percent occupancy over the initial weekend.
Released Friday, the film was a solo release, but has failed to attract masses.
" 'Veer' is an average movie. While the constant on Friday and Saturday was only 44 percent occupancy, it dropped to 39 percent on Sunday and has been on an average only 43 percent over the initial weekend," Amit Awasthi, manager (programming and operations) of Spice Cinemas at Noida, told IANS.
"It is now expected to fall around 30-35 percent. We were running 19 shows per day and in the new week, we will change it to eight shows per day," he added.
Written by Salman 20 years ago, the film was co-produced by Eros International Media Ltd presentation and Vijay Galani's Moviez production.
Made at a budget of around Rs.44 crore, (Rs.440 million) 'Veer' has been directed by Anil Sharma and marks the big screen debut of Zarine Khan, who is said to have a close resemblance to Salman's actress girlfriend Katrina Kaif.
Set in colonial India, the film encapsulates a period when the British enslaved India with their divide and rule policy and kings and nawabs fell for it, except for the Pindaris who preferred death to dishonour and fought till their last breath. Salman plays one of the bravest and strongest Pindari soldiers named Veer.
"There has been a major drop in the movie. 'Veer' is a period movie and audiences have not been able to relate to it. The movie got only around 40 percent of opening because there was no competition considering it was a solo release," said Yogesh Raizada, corporate head (cinemas) of Wave Cinemas.
"Now that we have an extended weekend due to Republic Day, may be it gets some footfalls as people don't have any other movie to watch," he added.
Piyush Raizada, director of Delite Cinema that upgraded itself into a two-screener, however, claims that movie is diong a good business.
"'Veer' is doing very well and the collections are fantastic considering it's a long weekend," said Raizada.

Avatar' rules with $68.3M, tops $1B worldwide


James Cameron's science-fiction epic "Avatar" had another stellar weekend with $68.3 million domestically, shooting past $1 billion worldwide, only the fifth movie ever to hit that mark.
No. 1 for the third-straight weekend, 20th Century Fox's "Avatar" raised its domestic total to $352.1 million after just 17 days. The film added $133 million overseas to lift its international haul to $670 million, for a worldwide gross of $1.02 billion.
"Avatar" opened two weekends earlier with $77 million, a strong start but far below dozens of other blockbusters that debuted as high as $158 million. But business for other blockbusters usually tumbles in following weekends, while "Avatar" revenues barely dropped over the busy Christmas and New Year's weekends.
"It's like a runaway freight train. It just keeps doing business," said Fox distribution executive Bert Livingston. "Here's what's happening: I think everybody has to see `Avatar' once. Even people who don't normally go to the movies, they've heard about it and are saying, `I have to see it.' Then there's those people seeing it multiple times."
"Avatar" was Cameron's first film since 1997's "Titanic," the biggest modern blockbuster with $1.8 billion worldwide.
Cameron now is the only filmmaker to direct two movies that have topped $1 billion. Along with "Titanic," the others are "The Lord of the Rings: The Return of the King" at $1.13 billion, "Pirates of the Caribbean: Dead Man's Chest" at $1.06 billion and "The Dark Knight" at a fraction over $1 billion, according to box-office tracker Hollywood.com.
With "Avatar" closing in on No. 2 film "The Return of the King," Cameron is in striking distance of having the two top-grossing movies globally.
"Avatar" has had a price advantage over those other billion-dollar movies. About 75 percent of its domestic business has come from theaters showing it in digital 3-D presentation, those tickets typically costing a few dollars more than admissions for the 2-D version.
Finishing at No. 2 for the weekend was Robert Downey Jr.'s crime caper "Sherlock Holmes" with $38.4 million. The Warner Bros. film lifted its domestic total to $140.7 million after 10 days in theaters.
In third place was 20th Century Fox's family tale "Alvin and the Chipmunks: The Squeakquel" with $36.6 million. It raised its 10-day total to $157.3 million.
The top-three movies, along with solid holdovers that included Universal's "It's Complicated" at No. 4 with $18.7 million, steered Hollywood to a big start to 2010 after a year of record revenue.
Hollywood finished 2009 with $10.6 billion domestically, easily surpassing the previous record of $9.7 billion in 2007, according to Hollywood.com.
Factoring in today's higher admission prices, the year was strong but not a modern record-breaker for number of tickets sold. According to Hollywood.com, domestic admissions came in at 1.42 billion in 2009, the most in the last five years, though well below the modern record of 1.6 billion in 2002.
In Hollywood's glory years of the 1930s and '40s, before television eroded the movie audience, estimated movie attendance ran as high as 4 billion some years.
Studios began 2010 with a headstart over last year. Overall revenues came in at $230 million, up 50 percent from New Year's weekend in 2009, when "Marley & Me" was No. 1 with $24.3 million.
Like "Titanic" 12 years ago, "Avatar" has fairly clear sailing now that the holidays are over. Hollywood is entering a slow season, when fewer big movies arrive and competition is lighter.
"Titanic" lingered as the No. 1 film for months leading up to the Academy Awards, where it won 11 Oscars, including best picture and director.
"Avatar" also proved a critical favorite with strong Oscar potential. Cameron broke new ground in combining live-action, digitally-enhanced performances, visual effects and 3-D presentation to immerse viewers in his futuristic tale of humans and aliens on a distant moon.
"Leave it to James Cameron to do this. To not only set the technical world on fire, the visual world on fire, but also the box-office world on fire 12 years after `Titanic,'" said Paul Dergarabedian, box-office analyst for Hollywood.com.
Estimated ticket sales for Friday through Sunday at U.S. and Canadian theaters, according to Hollywood.com. Final figures will be released Monday.
1. "Avatar," $68.3 million.
2. "Sherlock Holmes," $38.4 million.
3. "Alvin and the Chipmunks: The Squeakquel," $36.6 million.
4. "It's Complicated," $18.7 million.
5. "The Blind Side," $12.7 million.
6. "Up in the Air," $11.4 million.
7. "The Princess and the Frog," $10 million.
8. "Did You Hear About the Morgans?", $5.2 million.
9. "Nine," $4.3 million.
10. "Invictus," $4.1 million.

Earn Money Online: Learn What the Expert is Doing to Earn Money on the Web

Earn Money Online: Learn What the Expert is Doing to Earn Money on the Web

Earn Money Online

Just Click And Go http://incomemoneyonline24.blogspot.com/

Nana Patekar to direct second film with Deepika Padukone


Bangalore, Versatile actor Nana Patekar says he will direct his second Hindi film soon and that he has finalised Deepika Padukone for the lead role.
“Yes, I am directing a film,” Nana told reporters at a press meet of his first Kannada film “Yaksha” here Wednesday.
“I have already written the script of the film and have selected Deepika Padukone to play the lead role. I haven’t yet finalised other artists and technicians for the film.”
“I am going to my native village in Maharashtra in a few days to make preparations for the film. I have not finalised the launch date of the film. But it will be worked out very soon,” he added.
Nana wielded megaphone for the first time for “Prahaar” that had Madhuri Dixit in the lead role.
The actor, who will be seen in Prakash Jha’s political thriller “Rajneeti”, also said: “I have not signed any new film after ‘Rajneeti’.”
Nana has completed 13 days’ shooting schedule of “Yaksha”, which is his second south Indian film after “Bommalattam”. He played a possessive film director in the thriller that didn’t score well at the box office.
“This Kannada film features me in a special role,” said Nana.
“Yaksha” is being produced by Siddaraju and is directed by debutant director Ramesh Rao.
Young actor Yogeesh is playing the lead, while Ruby will be seen as his love interest. Chandrashekhar is the cameraman of the film while Manju Mandavya has written the dialogues.

Aamir Khan seeks disabled-friendly infrastructure


Mumbai, Bollywood star Aamir Khan, whose recent release “3 Idiots” takes a critical look at India’s education system, feels that the infrastructure in the country should be remodelled so that physically challenged people can move around without hindrance.
“Our society barely thinks about the physically handicapped people. It’s necessary. There should be proper infrastructure – be it buildings, theatres, roads – everywhere so that they can too have a comfortable access to every places like a normal person does,” said Aamir, honouring 18 achievers of the IBN7 Bajaj Allianz Super Idols awards here at the Taj Lands End hotel Tuesday.
The award is an initiative by the channel in partnership with the Dainik Bhaskar newspaper group to recognise and celebrate those who have overcome their physical challenges to achieve success as well as the individuals who worked tirelessly for the rights of people with special ability.
Rajdeep Sardesai, the editor in chief of IBN 18 Network, told IANS: “I think there is so much negativity in the media. Unless we focus on these kinds of positive stories how will we inspire the next generation? In my case, it happened by working with Ability Foundation (a charitable trust that works to empower disabled) on a project. I realised the remarkable work these people were doing and it shook me.”
“It will be an annual event. There are so many such people and it won’t be that difficult to find 18,” he added.
Television actress and politician Smriti Irani, who was also present at the award ceremony, appreciated the effort and said she is also planning to work with Ability Foundation.
“This is extremely appreciable and an inspiration to those who want to achieve something. People who don’t try because of their disablility, I think this award will be an inspiration for them. I am going to work on a project with Ability Foundation and it will be a new beginning for me,” she said.
Music director Anu Malik, Lalit and Aadesh Shrivastava were also present

After London Dreams failure, Asin jobless in Bollywood



New Delhi, After her film “London Dreams” failed to click at the box office, there is no work for Asin Thottumkal in the Hindi film industry.
“I have nothing (no films) as of now. All that I can reveal is that future projects are under production and I can’t talk about them until the producers give me a go- ahead,” Asin told reporters here Wednesday.
The actress was in the capital to announce the 55th edition of the Filmfare Awards. She, however, assured that she will be seen more in movies this year.
Asin, who won the best debutant (female) award at Filmfare last year for her performance in “Ghajini”, kept the media waiting for two hours as her flight was delayed due to the fog in the capital. But she was extremely apologetic for the delay.
The multi-lingual actress was quite at ease when asked about the qualities that she would seek in her man.
“I don’t have a check list for my dream guy. But definitely think integrity of character is a very important quality. I am not a person who values physical appearances more than how the person is at heart,” she said.

I don’t compete with my father – Abhishek Bachchan


Mumbai, For Abhishek Bachchan, constant comparisons with dad Amitabh are an “honour” and not a problem. But as he gears up for his television debut with game show “National Bingo Night”, he says he is not competing in any way with Bachchan senior, who hosted the popular “Kaun Banega Crorepati” TV show in 2000.
“If you are not going to compare me to him (Amitabh), whom are you going to compare me to? I have never had a problem being compared to him and, like I said, who doesn’t want to be compared to Amitabh Bachchan? He is the best we have and the best that we ever will have. It’s a matter of great honour for me,” Abhishek told IANS in an interview.
The 33-year-old has faced comparisons with his father ever since his Bollywood debut with “Refugee” a decade ago. Now he says he doesn’t want to be weighed on the same scale.
“He (Amitabh) has been on TV and he created history on the medium. Do I hope to be able to outdo that? No, because that’s not possible. Nobody is going to be a better actor than him, nobody is going to be able to make a bigger mark than him on Indian cinema and on world cinema and the same goes for TV. Do I have aspirations of outdoing him? No, I don’t compete with my father,” he said.
Abhishek, who will be seen hosting the show on entertainment channel Colors starting Jan 23, says such comparisons don’t bog him down.
“You can’t allow comparisons to deter you. You still have to do what you believe in. I am his son, I love him very much and I am his biggest fan. I want him to be around forever and I want him to be the best. I don’t think any son competes with his father. In fact, they are very happy to stand behind and support their father – just as I do, and I am proud of that,” he said.
The actor, who has shown his acting skills in films like “Yuva”, “Sarkar”, “Guru”, “Delhi-6″ and “Paa”, is excited about his newfound role as a TV show host. He says he made an instant decision to host “National Bingo Night”, which will have celebrities as well as common people playing two fast-paced rounds of the popular game Bingo.
“When the concept was explained to me and when I saw the Australian version of the show, it was right there that I knew that it is something that I want to do. The fact that it was interactive and would give me an opportunity to interact with the common man was a major draw for me,” said Abhishek.
The show will feature a line-up of celebrities like Farhan Akhtar, Deepika Padukone, Vidya Balan, Arshad Warsi and Kirron Kher, but the star attraction will be his father Amitabh, who will grace the opening episode.
“I have called dad just to make sure the show’s TRPs are good,” Abhishek remarked.
After shooting for “National Bingo Night”, the actor says he will be back to his film schedules.
“I think one new thing in a year is good enough. I don’t believe in taking on too much. After ‘Bingo’, I’ll get back to my films as there are lots lined up,” he said.
Abhishek is currently shooting for Abhinay Deo’s “Crooked”. He will also be seen in films like Ashutosh Gowariker’s “Khelein Hum Jee Jaan Sey” and Mani Ratnam’s much-awaited “Ravana”, in which he will feature alongside wife Aishwarya Rai.

Salman and I had differences over “Veer” – Director


Mumbai, Director Anil Sharma admits he had creative differences with Salman Khan over the making of “Veer”, penned by the actor himself, but everything was finally sorted out.
Anil Sharma, who earlier made “Gadar : Ek Prem Katha”, told IANS: “Salman was not just the main actor in ‘Veer’, he was also the writer. We had a lot of differences of opinion. The way he narrated the story and the way I perceived it as a director were different.
“Moreover I brought in other writers Shailesh Verma, Shaktimaan (who wrote my ‘Gadar’) and Krishna Raghav. Raghav did all the research. So Salman’s story has been interpreted in the way I thought right.”
He said Salman insisted that Anil watch his source of inspiration, the Yul Brynner-Tony Curtis 1962 film “Taras Bulba”. “But we couldn’t get a single print of the film. So I had to make do with the images that I had in my mind from childhood.
“They made the film in Russia last year. I saw that version. ‘Taras Bulba’ was the story of the father Yul Brynner, played by Mithun Chakraborty in my film. ‘Veer’ is not the father’s story. It’s the son Salman’s story. And we had to relocate the entire story from 16th century Russia to colonial India,” Anil said.
While Salman Khan has become the face of “Veer”, the director has taken a backseat so far.
Speaking up finally he says, “For three years now all kinds of things have been said and written about ‘Veer’ and my relationship with the project and actors. The truth is we were making a very difficult film. And there were bound to be creative differences. But we sorted them out.”
Anil admits he never wanted Salman’s favourite composers Sajid-Wajid to do the music of “Veer”. “I had heard their tunes in his earlier films and I was sure Sajid -Wajid weren’t the right ones for a period drama like ‘Veer’. I met them reluctantly and was surprised by their understanding of Hindustani music. We worked really well together. And the fact that I could convince Gulzar saab to work with Sajid-Wajid was a stroke of luck.”
He also brushes off talk of “Veer” being an epic like “Gadar”.
“Please don’t expect ‘Gadar’ in ‘Veer’. ‘Gadar’ was far more dramatic and emotional. ‘Veer’ is targeted more at today’s younger audiences,” he said.
Talk is that Salman Khan had apparently first gone to his friend Sanjay Leela Bhansali to direct “Veer”. When Bhansali declined, Salman vowed to make the same story with another director. Anil Sharma was chosen because of “Gadar”.

I wanted to be named Vijay in “Rann” too – Amitabh


New Delhi, Bollywood superstar Amitabh Bachchan, who first used the onscreen name Vijay in 1973 film “Zanjeer”, Tuesday said he wanted the lucky name in his forthcoming “Rann” as well. The actor added that the much-hyped movie was not aimed at media bashing.
“Ramu (Ram Gopal Varma) wanted my character to be called Harshvardhan Malik. But I told him ‘naam se pehle Vijay laga do, shayad picture chal jaayegi (Prefix the name with Vijay, the movie might work)’,” Amitabh told reporters at a press conference.
The actor was named Vijay in Zanjeer and then subsequently in many of his popular films like “Deewaar”, “Agneepath”, “Don”, “Shahenshah” and “Shaan” among others. In fact, the product launched under Amitabh’s tie-up with Max New York Life Insurance was also called Max Vijay.
Looking charming in a formal black suit, crisp white shirt and a fluorescent green tie, Amitabh was here to promote “Rann”.
He said the media would be proud of the way his character has been etched out in the film, which is an attempt by Ram Gopal Varma to expose the electronic media.
“You (the media) would be proud of Vijay Harshvardhan Malik. He takes media’s side. The nation listens to him. He is a man of integrity and respect.
“Personally, I really respect media. Being in the media means great responsibility, it is a very impressive job and needs tough work. I got a chance to visit TV channels and they are all like pythons – need to be fed 24 hours to be alive,” he said.
The thespian clarified that “Rann” is not a media bashing film.
“The film shows that in the media there is often a conflict between business sensibilities and a person’s conscience. Now does a person compromise on his conscience for the survival of his business or vice-versa is what has been highlighted in the movie,” he said.
“Rann”, which releases Jan 29, also features Riteish Deshmukh, Gul Panag and Paresh Rawal.

I don’t break commitments – Salman Khan


New Delhi, Salman Khan has often been in the news for his relationships and break-ups but the superstar says he is very particular about his commitments – whether personal or professional.
“I’m a very committed person. If it (a personal or official relationship) breaks, it’s always the other person who breaks it and not me. I don’t interfere that much because it matters a lot to me,” Salman, who is currently dating actress Katrina Kaif, told reporters Tuesday at the FICCI Auditorium here.
“It goes on the same way from my side. When I commit (to someone or doing something), I stick to it,” said the 44-year-old, who is said to have dated Aishwarya Rai, Sangeeta Bijlani and Somy Ali in the past.
The star was in the capital to promote his upcoming film “Veer”, which releases Friday. The epic, which has been written by Salman himself, has been produced by Vijay Galani and Sunil A. Lulla.
It also marks the big screen debut of Zarine Khan in the female lead. Mithun Chakraborty, Sohail Khan and Jackie Shroff also play pivotal roles in the movie.
The macho star is also undeterred with the failures of period dramas in Bollywood, as both Shah Rukh Khan starrer “Asoka” (2001) and Aamir Khan’s “Mangal Pandey: The Rising” (2005) have been box office duds.
“I’ve given my best and left it for the audiences to decide if it works or not… if it does, the credit will be everybody’s and if it doesn’t, then I will take the blame,” he said.

Shahid Kapoor on award winning spree


Mumbai, It hasn’t even been a month to the New Year, and Bollywood star Shahid Kapoor has already swept three awards for his performances in 2009.
While he was named the most popular male actor at the STAR Screen awards, Shahid also won the heartthrob of the nation award at the fifth Apsara Film and Television Producers Guild Awards.
The 28-year-old also walked away with the Editor’s choice best actor award at the Stardust awards for his portrayal of Guddu and Charlie – the ruffian with the endearing lisp and the simpleton who stammers respectively – in Vishal Bharadwaj’s “Kaminey”.
Last year saw Shahid’s transformation from a chocolate hero to an intense actor.
Though his latest release “Chance Pe Dance” hasn’t been able to pull in a lot of audiences, Shahid is looking forward to good times this year. He will be seen in Parmeet Sethi’s untitled movie for Yash Raj Films apart from his father, veteran actor Pankaj Kapoor’s “Masoom”.

Shah Rukh Khan to visit Aligarh Muslim University



Aligarh, Bollywood superstar Shah Rukh Khan will visit the Aligarh Muslim University (AMU) Jan 23 to hold “interactive sessions” with the varsity students, an AMU official said Tuesday.
“Shah Rukh recently had expressed his desire to interact with the varsity students. In this regard he even contacted the varsity’s vice chancellor P.K. Abdul Azis,” AMU official spokesperson Rahat Abrar told reporters in this Utar Pradesh town, some 300 km from state capital Lucknow.
“Noted Urdu poet and lyricist Javed Akhtar and versatile actress and social activist Shabana Azmi will accompany Shah Rukh and participate in the interactive sessions. Both of them had also contacted the varsity’s administration for organising the interactive sessions,” he added.
According to varsity officials, the decision to invite Shah Rukh, Javed and Shabana, has been taken following their requests to interact with the students.
“They had just wished to interact with the students. They had not mentioned any particular topic on which they want to interact. So, AMU is inviting them on their personal wishes,” Abrar told IANS.
“Of the three, Javed Akhtar is an alumnus of our institution,” he said.

Ishqiya gets “A” certificate with no cuts



Mumbai, “Ishqiya” with all its colourful expletives and sexually charged visuals was passed without any cuts with an ‘A’ certificate.
Says the film’s director Abhishek Choubey: “Frankly, I expected I’d be asked for some kind of an explanation for the language and content and why they were necessary. I had gone prepared with dossiers on every graphic word and shot. To my surprise I wasn’t asked for any explanation. I was given an ‘Adults’ certificate with no cuts at all. I guess it’s a sign of how far censorship has come in our country.”
The censor board apparently balked at some of the expletives. But finally saw reason. The film was passed by the board Wednesday.
Says the film’s director: “I never claimed the film was for children. The content is adult. So I’ve no problem with the ‘A’ certificate. I feel the profile of the audience is changing swiftly.”
Abhishek also hastens to add that the language is not as strong as people seem to think. “It’s not about creating shock value. It’s the way these people in the small North Indian towns live their life.”
The film, produced by Raman Maroo and Vishal Bharadwaj, stars Arshad Warsi, Vidya Balan and Naseeruddin Shah in the lead roles.

Max Stardust Awards 2010 – Winners List


Superstar Of Tomorrow – Male
Ranbir Kapoor – Wake Up Sid & Ajab Prem Ki Ghazab Kahani

 
Breakthrough Performance – Male
Abhimanyu Singh – Gulaal


Breakthrough Performance – Female
Shahana Goswami – Firaaq


Hottest Film Of The Year
Love Aaj Kal


Hottest New Director
Ayaan Mukherjee – Wake Up Sid


Exciting New Face
Jacqueline Fernandez – Aladin


STARDUST SEARCHLIGHT AWARDS
Best Actress
Preity Zinta – Videsh


Best Film
Chintuji


Best Director
Ranjit Kapoor – Chintuji


READERS CHOICE AWARDS
Dream Director
Imtiaz Ali – Love Aaj Kal


Best Film Of The Year – Comedy
All The Best

Best Film Of The Year – Action / Thriller
Wanted


Best Film Of The Year – Drama
3 Idiots


Star Of The Year – Male
Amitabh Bachchan – Paa


Star Of The Year – Female
Kareena Kapoor – Kurbaan & 3 Idiots


Best Actor In A Supporting Role
Abhishek Bachchan – Paa


Best Actress In A Supporting Role
Kirron Kher – Kurbaan


Best Actor In A Comedy Role
Ajay Devgn – All The Best

Best Actor – Popular
Akshay Kumar – Blue

Best Actress – Popular
Katrina Kaif – New York, Ajab Prem Ki Ghazab Kahani

Amitabh, Kareena bag top honours at Stardust awards


Mumbai, Megastar Amitabh Bachchan has bagged the Reader’s Choice best actor award for the movie “Paa” while Kareena Kapoor was adjudged best actress for “Kurbaan” at the seventh Stardust Awards here.
Rajkumar Hirani’s well-made “3 Idiots” got the Reader’s Choice best film of the year award even as Imtiyaz Ali bagged the Reader’s Choice best director award at the star-studded ceremony Sunday evening.
Rohit Shetty bagged the Stardust Editor’s Choice award for best director for his movie “All The Best”. The best actor and best actress awards in the same category were given to Shahid Kapoor for “Kaminey” and Kareena Kapoor for “Kurbaan”, respectively.
While “Wanted” bagged the best film in action thriller category, “All The Best” was adjudged the best comedy film.
Another special award, Superstar of tomorrow (male), went to Ranbir Kapoor for “Wake Up Sid” and “Ajab Prem ki Gazab Kahani”, while Superstar of tomorrow (female) was grabbed by Mugdha Godse for “Jail”. The hottest new filmmaker award went to Ayan Mukherjee for “Wake up Sid”.
The new musical sensational (female) award went to Kavitha Seth for “Iktara” from “Wake up Sid” and the award for new musical sensational (male) went to Suraj Jagan for “Give me some sunshine” (“3idiots”).
Piyush Mishra won the Stardust performance by a music director award for “Gulaal”, while Subrat Sinha won the Stardust performance by a lyricist for “Radio”.
Rekha was honoured with Stardust Editor’s Choice Icon of the Industry award at the ceremony.
Actors Katrina Kaif, Saif Ali Khan and Kareena Kapoor sizzled on stage performing to some of their hit songs.

Big B to feature on first episode of Abhishek’s TV show


Mumbai, As Bollywood actor Abhishek Bachchan gets ready to make his TV debut with “Idea National Bingo Nights”, he will be seen playing the game with his father Amitabh Bachchan in the inaugural episode of the show to be aired on Colors channel.
Dressed in a formal black suit, Abhishek was at his wittiest best at a press conference here Monday. With his one liners and spontaneous answers, the audience was in splits and enjoying every moment of the session.
Explaining why his father is featuring in the first episode, Abhishek said that he wants him to do some ‘aaram’ (rest) through the show.
“As a son, I want my father to relax a bit, slow down his work and take care of his health. But he hardly takes my advice. So I called him on this show to take some ‘aaram’,” Abhishek told reporters.
Being produced by Fox Television Studios India Pvt Ltd, the show will have two fast-paced rounds of the popular guessing game ‘Bingo’.
Talking about this show, Abhishek said: “The sheer simplicity of the idea and the fact that this show is highly interactive is what attracted me to it. Winning here is easy, you need not answer any difficult questions or perform any strenuous physical tasks. The idea is simple – leave behind all your worries, relax and enjoy.”
Apart from Big B, Bollywood celebrities like Shah Rukh Khan, Karan Johar, Deepika Padukone, Farhan Akhtar, Pravesh Rana, Vindu Dara Singh, Arshad Warsi, Vidya Balan, Sonali Bendre, and Kirron Kher will be seen in subsequent episodes.
The show will go on air from Jan 23 at 9.00 p.m.

Why Priyanka declined Rohan Sippy’s film



Mumbai, Priyanka Chopra was apparently very keen to work in director Rohan Sippy’s next but unfortunately she had to decline the offer as the shooting dates clashed with Vishal Bharadwaj’s “Ek Bataa Saat”, in which she plays a woman with seven husbands.
Rohan, who had earlier worked with Priyanka in “Bluffmaster”, was also keen to cast her in his Goan drug-busting film. He wanted to cast Priyanka in a powerful role opposite the southern star Rana Daggubati, who is entering Bollywood.
The earlier plan was to cast Priyanka opposite Abhishek Bachchan. But now a newcomer will be paired with Abhishek while Priyanka was seriously considered opposite Daggubati.
“Unfortunately the dates on which Priyanka was required for Rohan’s film clashed with Vishal Bharadwaj’s film,” said an industry source.
After “Kaminey”, Priyanka has a unique chemistry with Bhardwaj. And in his “Ek Bataa Saat”, she plays a woman with seven husbands, a big challenge for the actress.
“There was no way Priyanka could let go of Vishal’s ‘Ek Bataa Saath’. So she regretfully opted out of Rohan’s film,” the source added.

“Atithi Tum Kab Jaoge?” not slapstick comedy – Ajay Devgn


Mumbai, Bollywood actor Ajay Devgn, who has just bagged the Stardust award for Reader’s Choice best actor in comedy for “All The Best”, says his forthcoming film “Atithi Tum Kab Jaoge?” is a hilarious movie but unlike any slapstick comedy.
“It is not a slapstick comedy. It’s a lighthearted film. This comes under a different genre. There is sensibility along with humour. There is also an undercurrent emotion in it. After a long time I did a film of this kind,” Ajay told reporters at the official launch of the upcoming film’s website here Monday.
The film, directed by Ashwani Dhir, revolves around the story of Puneet (Ajay Devgn) and Munmun (Konkona Sen Sharma), a happily married couple living in Mumbai. Their life takes a turn when a distant relative Chachaji (Paresh Rawal) turns up unannounced at their doorstep from a far off village.
The chaos that follows makes it a rib tickling comedy where the agonised couple tries out various methods to get relief from him but fails time and again. The film is set to release Feb 26.
“There are mainly three characters and it’s a problem between the three of them,” said Ajay.
Konkona has always been offered serious roles and “Atithi Tum Kab Jaoge?” would be her first full-fledged comedy.
“I am mainly seen as a serious actress… I am usually not given a chance to do films which are more lighthearted in nature. That’s why I am very grateful to the director and producer of ‘Atithi…’ that they thought of me for this character. I really enjoyed doing it,” said Konkona.
“I think people will relate to the film a lot because this is basically reflecting on the lives of young couples today in Mumbai. There are people from all over the country coming here to make their lives. People are struggling and if they have guests coming from their village, there is a question of privacy. It’s not like Delhi where you have huge sprawling houses. So I think because of all these factors people will relate to it,” she added.

Veer film actress Zarine Khan at Big FM studios


 Salman Khan’s Veer film actress Zarine Khan at Big FM studios at Andheri.

John Abraham promotes Mumbai Marathon at WTC



John Abraham promotes Mumbai Marathon at WTC

Rahman sings for India-Australia friendship


Sydney, Forty thousand Sydneysiders Saturday night clapped and cheered as the ‘Mozart of Madras’ A.R. Rahman and his troupe provided a spectacular musical extravaganza to salute India-Australia friendship.
Seamlessly blending the traditional with the modern, the music spanned the differences of language, enthralling old and young, touching the very heart strings at a time when Australia-India bilateral relations have come under strain following attacks on Indians in this country.
Music transcends boundaries and Saturday night it did, as Sydneysiders were taken on a journey of peace and joy by Rahman and his amazing troupe of nearly 40 musicians, dancers and supporting artists over 2-1/2 hours even as ominous clouds threatened to give way. A steady drizzle began as the sonorous sounds of “Khwaja Mere Khwaja” filled the cool night air.
It being one of the most anticipated concerts staged as part of the three-week Sydney Festival, people had begun securing places as early as 12 p.m. to get up and close with their music idol at the Parramatta Park, in the western Sydney suburb of Parramatta which has the largest population of Indian and South Asians in Australia.
Even the American-born Premier of New South Wales, Kristina Keneally, couldn’t conceal her excitement.
She said: “This event is a celebration of Indian culture, music and dance and acknowledges the invaluable contribution that the Indian community has made to the social fabric of NSW. It sends a clear message that NSW is a welcoming place for people of every country to study, live and work.”
For the 20 young boys and girls, who got a chance to perform with the world renowned maestro, it was the most exhilarating experience.
“It was a mind blowing opportunity that comes probably only once in a lifetime. We had intense rehearsals for five days and were really nervous, but once on stage, the energy and power of the music just consumed us all,” Akshita Mohan, 18, a resident of suburban Westleigh who was one of the supporting dancers, told IANS.
It is not often that an artiste of Rahman’s calibre performs for free, but that is typical of the man and his music.
“The concert is a gesture of friendship and goodwill between the two countries. I hope this solidarity continues to grow and blossom through the coming years,” said Rahman amidst deafening applause.
For those who couldn’t brave the crowds, the concert was telecast live by Australian Broadcasting Corporation to 44 countries with Australian cricketer Matthew Hayden, who plays for Chennai Super Kings as one of the hosts.
Rahman, who flew back home Sunday morning, was a guest of the NSW state government and Sydney Festival, which is Australia’s largest annual cultural event, showcasing a broad spectrum of Australian and international dance, theatre, visual arts and music.
As festival director Lindy Hume told IANS: “There are only a handful of living artists in any genre whose work is instantly and easily embraced in both eastern and western cultures – and one of them is A.R. Rahman. The message of this concert is one of harmony and cultural understanding between Australia and India, two countries who share so much more than a national day (Jan 26) and love of cricket.”
The mesmerising performance, enhanced by state-of-the-art digital projections, ended on a high with the magical power and vitality of “Jai Ho” reaching a crescendo in “Vande Mataram” as fireworks lit the night sky.

“Big Switch” has given me a reality check – Genelia D’Souza


New Delhi, Actress Genelia D’Souza says she has become more aware of the extent of poverty in India after hosting reality TV show “Big Switch”, which featured 10 rich children who gave up their comfortable lifestyles to fulfil the dreams of slum children.
“‘Big Switch’ was about a rich dreamer giving up his dreams to make another dreamer’s wish come true – helping someone who couldn’t afford to realise his or her dream. I have seen some of the most emotional moments between the rich and poor kids, which has given me a serious reality check in life,” Genelia told IANS over phone from Mumbai.
“There’s so much poverty in India, yet the people in slums have the courage to dream. I took up ‘Big Switch’ simply because it was a reality show in good light. The concept exuded positivity, and the soul of the show was very clean,” she added.
The show, which aired on UTV Bindass, had its finale Saturday. Genelia played a host, a friend and an advisor to all the children throughout the show. She says she was extremely touched during one episode.
“I have seen the rich kids do some of the sweetest things for their slum friends. I have seen them going to the extent of collecting cow dung with their bare hands – and all this for someone they have no relation with. I had tears in my eyes that day and it really gave me a reality check,” the 22-year-old said.
Though Genelia is happy with the way her small screen debut turned out, she isn’t too sure if she will be seen on television shows again soon.
“I haven’t really thought about doing any other shows on TV. Films are my main focus at the moment. I have been working very hard for them,” she said.
Genelia has been juggling between the southern film industry and Bollywood for the past five years but it was Imran Khan-starrer “Jaane Tu…Ya Jaane Na” that brought her to the forefront of Hindi movies.
Her latest movie “Chance Pe Dance”, which paired her with Shahid Kapoor, released to average reviews Friday. Genelia is now working with the likes of Anees Bazmee in “It’s My Life” and David Dhawan-John Abraham in “Hook Ya Crook”.
Asked if there were any specific roles she wanted to do, Genelia said: “I have never planned my career. Whatever comes my way, I try and make the best of it.”

Salman races with top jockeys to promote “Veer”


Mumbai, Bollywood star Salman Khan is leaving no stone unturned to promote his upcoming period drama “Veer” that releases Friday, even if it means participating in a race with top jockeys.
Clad in a black t-shirt, blue jeans and donning a yellow helmet, the 44-year-old raced with six jockeys at the Mahalakshmi race course Sunday, winning the event and being awarded a trophy.
“I was a bit nervous (before the race). If I’d have lost, people would have thought Salman lost the race and if I’d have won then they would have said that he had to win because he is a star,” Salman told reporters here after the race.
“But I’d like to clarify that it was not a set-up and was a genuine race. I gave my best along with the jockeys and so did they,” he added.
The epic has been produced by Vijay Galani and Sunil A. Lulla. It has been written by Salman.
It also marks the big screen debut of Zarine Khan in the female lead. Mithun Chakraborty, Sohail Khan and Jackie Shroff also play pivotal roles in the movie.