ইফতার পার্টিতে তারকামেলা

 কাছাকাছি সময়ে সিনেমার কোন পার্টিতে একসঙ্গে এত তারকার উপস্থিতি অনেকটাই বিরল ঘটনা। পার্টি যদিও ইফতার আয়োজনের, তারপরও তারকার উপস্থিতিতে চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছিল প্রযোজক পরিবেশক সমিতির বৃহস্পতিবারের ইফতার পার্টি। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পার্টিতে সবাইকে চমকে দিয়েই হাজির হয়েছিলেন এক ঝাঁক চলচ্চিত্র তারকা। এদের মধ্যে ছিলেন শাকিব খান, ফেরদৌস, পপি, পূর্ণিমা, আমিন খান, তিন্নি, নিপুন, সাহারা, অমিত হাসান, মারুফ, ইমন, নিরব, সম্রাট, মুনমুনসহ সুপার হিরো-হিরোইনরা।

সিনিয়র তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, আলমগীর ও চম্পা। হাজির হয়েছিলেন সাংসদ কবরীও। আর প্রযোজক সমিতির মুখপাত্র মেগাষ্টার উজ্জ্বলতো পুরো আয়োজনের তদারকিতেই ছিলেন ব্যাস্ত। তারকাদের এমন বিরল উপস্থিতিতে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেল যাদের জন্য এই আয়োজন সেই চলচ্চিত্র পরিবারের লোকজনদেরকেও। সাধারণ প্রযোজকরাও তারকাদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

শুধু তারকাদের উপস্থিতিই নয়, ইফতার পার্টিতে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, তথ্য সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, সংস্কৃতি সচিব শরফুল আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআই�র সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআই এর সহ-সভাপতি, পিএসসি�র সচিব সহ র�্যাব, ডিএফআই ও পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা প্রযোজক সমিতির ইফতার পার্টিতে উপস্থিত হয়েছিলেন। পার্টিস্থল সাজানো হয়েছিলো পাইরেসি বিরোধী নানা বক্তব্য দিয়ে।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য পর্বে বক্তারা চলচ্চিত্রের প্রধান শত্রু পাইরেসির বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।